রাশিয়ার (Russia) উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হল। ইউক্রেনের (Ukraine) উপর হামলার প্রতিবাদে রাশিয়ায় বিক্রি বন্ধ করল দুই বিশ্ববিখ্যাত নরম পানীয় সংস্থা।
পুতিনের (Putin) দেশকে বয়কট করল মার্কিন বহুজাতিক সংস্থা কোকা-কোলা (Coca-cola) ও পেপসি (Peosi)। রাশিয়ায় সমস্ত রেস্তোরাঁ বন্ধ করেছে আরেক মার্কিন বহুজাতিক সংস্থা ম্যাকডোনাল্ডস (McDonald's)। অন্যদিকে, আগামী ৬ মাস বিদেশি মুদ্রা বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।
ম্যাকডোনাল্ডসের তরফে মজানানো হয়েছে, রাশিয়ায় তাদের ৮৫০টি রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে।
পেপসিকো রাশিয়ায় পেপসি-কোলা, 7 আপ এবং অন্যান্য ব্র্যান্ডের বিক্রি বন্ধ করার কথা ঘোষণা করেছে। রাশিয়ায় কোনও বিজ্ঞাপনও চালাবে না তারা। ৬০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় পণ্য বিক্রয় করে পেপসি। তারা জানিয়েছে, পেপসিকো দুধ, দুগ্ধজাত দ্রব্য, সেইসঙ্গে শিশুখাদ্য এবং ফর্মুলা মিল্ক বিক্রি চালিয়ে যাবে বলে জানিয়েছে। স্টারবাকস-ও একই কাজ করেছে। তারাও রাশিয়ায় পণ্যের চালান সহ সমস্ত ব্যবসায়িক কার্যকলাপ স্থগিত করছে। রাশিয়ায় স্টারবাকসের স্টোরগুলি বন্ধ করা হবে।