গবেষক ও বিশেষজ্ঞরা বহুদিন ধরেই বলে আসছিলেন যে, চোরাকারবারীরা যথেচ্ছভাবে প্রচুর পরিমাণ মাদক সমুদ্রে ফেলে দেওয়ার ফলে তা সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন করে তুলতে পারে। সেই ধারণাকেই কার্যত সত্যি প্রমাণ করল ব্রাজিলের ওসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশনের করা সাম্প্রতিক একটি সমীক্ষা। যেখানে স্পষ্টভাবে উঠে এসেছে, কীভাবে এর কারণে হাঙর সহ অন্যান্য সামুদ্রিক প্রাণীরা প্রভাবিত হচ্ছে। ফ্লোরিডা, দক্ষিণ ও মধ্য আমেরিকার আশেপাশের উপকূলবর্তী সাগর থেকে উদ্ধার করা হয়েছে কয়েক টন কোকেন।
মোট ১৩টি বন্য ব্রাজিলিয়ান তীক্ষ্ণনাসার হাঙরকে উদ্ধার করে তাদের নিয়ে পরীক্ষানীরিক্ষা শুরু করেন বৈজ্ঞানিকরা। এই হাঙরগুলিকে ছোট মাছ ধরার জাহাজ থেকে কেনা হয়েছিল। উপকূলীয় সাগরের জলে জীবন কাটানো হাঙরগুলির পেট থেকে উদ্ধার করা হয় বহু পরিমাণে কোকেন। যা দেখে চোখ কপালে উঠে গিয়েছে বৈজ্ঞানিকদের।
এই ১৩টি হাঙরই কার্যত 'মাদকাসক্ত', বলে জানাচ্ছেন বৈজ্ঞানিকরা। হাঙরগুলির যকৃতের পেশির টিস্যু থেকে সংগ্রহ করা হয়েছে মাদকের নমুনা।