খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের এজেন্টদের হাত আছে। প্রকাশ্যে এই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার উল্টো সুর তাঁর গলায়। জানালেন, ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান তিনি।
ট্রুডো কানাডার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "অর্থনৈতিক শক্তিতে উত্থান হচ্ছে ভারতের। ভূ-রাজনৈতিক স্তরে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত বছর আমরা ইন্দো-প্যাসিফিক নীতি সামনে এনেছি। তাই ভারতের সঙ্গে সম্পর্ক বানানোর জন্য আমরা তৈরি।" যদিও কানাডার প্রধানমন্ত্রী দাবি করেছেন, খালিস্তানি সন্ত্রাসবাদীর হত্যাকাণ্ডের অভিযোগে যে তদন্ত চলছে, তাতে ভারতের সাহায্য করা উচিত।
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর দাবি, "এরই সঙ্গে বলতে চাই, দেশেরও কিছু আইন আছে। আমরা ভারতকে জানাতে চাই, কানাডার সঙ্গে এই তদন্ত উন্মোচনে যাতে সাহায্য করা হয়। যাতে কী হয়েছিল, সেই সত্যিটা প্রকাশ্যে আসে।"