আগামী রবিবার অনেক প্রথম কিছুর সাক্ষী থাকবে গোটা দুনিয়া। মধ্যপ্রাচ্যে এই প্রথম ফুটবল বিশ্বকাপ, আরবেই এই প্রথম। নভেম্বরে প্রথম বিশ্বকাপ। এই প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে একটাই মাত্র শহরে।
বিশ্বের অন্যতম রক্ষণশীল দেশ, যেখানে অ্যালোকোহল নিষিদ্ধ, যেখানে বাক স্বাধীনতার ওপরেও আঘাত আসে অহরহ, সে দেশে ফুটবল বিশ্বকাপ!
মেগা ইভেন্টের উদ্যোক্তারা জানিয়েছেন টুর্নামেন্ট চলাকালীন সবাই স্বাগত। ইতিমধ্যে কাতারবাসীর চেয়ে ফুটবল বিশ্বকাপ দেখতে বিদেশ থেকে কাতার যাওয়া মানুষের সংখ্যা ১০ গুণ বেশি।
ফুটবল পাগল বহু দেশেই বিবাহ বহির্ভূত যৌনতা, সমকাম, মদ্যপান, এসবে কোনও বাধা নেই। কাতার সে সব সামলাবে কীভাবে, তাই নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে, মানবাধিকার গোষ্ঠীর।