করোনা আর অতিমারি বা আপৎকালী বিপর্যয় নয়। গোটা দুনিয়াকে স্বস্তি দিয়ে একথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তিন বছর আগে এই মারণ ভাইরাস একাধিকবার রূপ বদলে বদলে দিয়েছে বিশ্বের মানচিত্রকে। সেই অবস্থান থেকে এবার হু-এর দাবি, করোনায় অস্বস্তি থাকলেও, তাতে ভয়ের কোনও আশঙ্কা নেই। কারণ, লাগাতার টিকাকরণের ফলে এই ভাইরাসকে এখন বাগে আনা গিয়েছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৯ লক্ষ।
তিন বছর আগের জানুয়ারি মাসে করোনাকে আপৎকালীন বিপর্যয় বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপর থেকে বহুবার এই নিয়ে টানাপোড়েন চলেছে। করোনার উৎপত্তি কোথায়, তা নিয়ে এখনও জল্পনা চলছে। এই বছরের গোড়ায় করোনার দাপটে ফের উদ্বেগ তৈরি হয়েছিল ভারতে। কিন্তু হু-এর নতুন ঘোষণার ফলে সর্বত্রই স্বস্তি বলে দাবি বিশেষজ্ঞদের।