ক্যাফেতে চা খেতে গিয়েছেন । মেনুকার্ডে লেবু চা, মশালা চা...কত কি অপশন । আর চা অনুযায়ী, বিভিন্ন রকমের দাম । কিন্তু এমন কোনও ক্যাফেতে গিয়েছেন, যেখানে আপনার চায়ের দাম আপনার ব্যবহারের উপর নির্ভর করে । ভাল ব্যবহার করলে কম দামে চা, আর খারাপ ব্যবহার করলে বেশি দামে চা নিতে হবে । এমনটাই ঘটেছে ব্রিটেনের ল্যাঙ্কাশায়রের এক ক্য়াফেতে । খারাপ ব্যবহার করলে কত টাকায় চা পাবেন, আর ভাল ব্যবহার করলে কতটা দাম কম দিতে হবে, সেসব লিখে দিয়েছে ক্যাফে কর্তৃপক্ষ । তারই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ব্রিটেনের ক্যাফের নাম ‘চায় স্টপ’ । দোকানটির মূল আকর্ষণ ‘দেশি চা’। এখন থেকে কম দামে এই 'দেশি চা'-এর স্বাদ নেওয়ার সুযোগ থাকবে । তবে, তার জন্য মানতে হবে একটি শর্ত । রেস্তরাঁর তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, কেউ যদি আদেশের মতো করে ‘দেশি চা’বলে,তবে চায়ের দাম পড়বে ৫ পাউন্ড বা ৪৬০ টাকা । কেউ যদি একটু নরম হয়ে বলেন ‘দয়া করে আমায় একটি দেশি চা দেবেন’, তবে চায়ের দাম নেওয়া হবে ৩ পাউন্ড বা ২৭৬ টাকা। আর যদি কোনও গ্রাহক আরও বিনয়ী হয়ে বলেন, “হ্যালো, দয়া করে আমাকে একটি দেশি চা দিন,” তবে চায়ের দাম পড়বে ১.৯০ পাউন্ড বা ১৭৪ টাকা ।
কথায় আছে যে, ভাল ব্যবহারই মানুষের পরিচয় । কিন্তু, সেকথা আর মানুষের মনে থাকে কই । বাসে, ট্রামে, রাস্তা-ঘাটে,দোকান, রেস্তরাঁ...কোথাও না কোথাও কেউ কারও সঙ্গে খারাপ ব্যবহার করে চলেছে । ভাল ব্যবহারের মতো দামী জিনিস আর হয় না । আর সেকথা মনে করাতেই এমন উদ্যোগ নিয়েছে ক্যাফে কর্তৃপক্ষ । ক্যাফের মালিক জানিয়েছেন, অনেক সময়ে রেস্তরাঁর কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেন গ্রাহকরা। সেটা মানসিক চাপ বা অন্য কোনও কারণে হতে পারে । এই বিজ্ঞপ্তি তাঁদেরও মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে ।