শিশুর টিকিট কাটেননি। বরং টিকিটের টাকা চাওয়া হলে নিজেদের সন্তানকে বিমানবন্দরেই ছেড়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। জানা গিয়েছে, ইজরায়েলের তেল আবিব (Tel Aviv Airport) থেকে বেলজিয়ামের ব্রাসেলস (Brussel) যাচ্ছিলেন দম্পতি। নিজেদের টিকিট কাটলেও শিশুর জন্য কোনও টিকিট কাটেননি। শিশুর টিকিট লাগবে শুনেই সন্তানকে বিমানবন্দরে ট্রলিতে রেখে বিমানে ওঠার চেষ্টা করেন তাঁরা। বিষয়টি বিমান কর্মীদের চোখে পড়তেই দম্পতিকে চেপে ধরা হয়, প্রকাশ্যে আসে সত্যি ঘটনা।
জানা গিয়েছে, বিমানবন্দরে ঢোকার পর শিশুর টিকিট দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু ওই দম্পতি জানতেন না বিমানে শিশুরও টিকিট লাগে। টিকিট না থাকায় তাঁদের টিকিটের মোট অর্থের ১০ শতাংশ চাওয়া হয় দম্পতির কাছে। বলা হয়, ওই টাকা না দিলে তাঁদের বিমানে উঠতে দেওয়া হবে না। টাকা দিতে রাজি হননি দম্পতি, বরং বাচ্চাটিকে বিমানবন্দরের ছেড়ে যাওয়ার সুযোগ খুঁজতে থাকেন। বিষয়টি আন্দাজ করতে পেরে বিমানবন্দরের কর্মীরা বিমানবন্দর পুলিশকে জানান। পুলিশ গিয়ে ওই দম্পতিকে আটক করে।
আরও পড়ুন- জঙ্গিদমনে সক্রিয় পুলিশ, বদলা নিতেই বিস্ফোরণ? পেশোয়ারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০
ওই দম্পতি পুলিশকে জানিয়েছে, অন্যান্য পরিবহনের মত বিমানেও ভাড়া লাগবে না বলেই জানতেন তাঁরা। সেই কারণেই টিকিট কাটেনি। যদিও বিমানবন্দরে শিশুটিকে ছেড়ে যাওয়ার কথা অস্বীকার করেছেন তাঁরা। টিকিটের জন্য শিশুটিকে বিমানবন্দরে ছেড়ে যাওয়ার অভিযোগের পর তাঁদের কাছে শিশুটি আদতে নিরাপদে থাকবে কি না তা খতিয়ে দেখছে আদালত।