কোভিড (Covid-19) অতিমারি নিয়ে আশার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। খুব শীঘ্রই এই অতিমারি থেকে মুক্তি পেতে চলেছে পৃথিবী । বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস (Tedros Adhanom Ghebreyesus ) জানিয়েছেন, গোটা বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ নাটকীয় ভাবে কমে গিয়েছে। একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে করোনা, বলা যেতে পারে এখন ফিনিশিং লাইনে দাঁড়িয়ে রয়েছে কোভিড অতিমারি ।
WHO জানিয়েছে, গোটা বিশ্বে গত এক সপ্তাহে সবচেয়ে কম সংখ্যক মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন । ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত কম মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন । যদিও আমেরিকা ও ব্রিটেনে এখন নতুন করে বিএ.৪.৬ নামে ওমিক্রনের একটি উপপ্রজাতি ছড়াচ্ছে । দুই দেশের সরকারি সূত্রে এমনই জানা গিয়েছে । তবে, সেখানে কোনও ভয়ের কিছু দেখছেন না অ্যাডানম । তিনি জানিয়েছেন,ভয়ের কিছু নেই । তবে, কোভিড বিধিনিষেধ মানতে হবে,এখনই শিথিলতা আনলে, মানুষকে সমস্যায় পড়তে হতে পারে । তাঁর কথায়, 'ম্যারাথন প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের কাছে এসে দৌড় থামিয়ে দেওয়া কখনওই উচিত নয়।'
আরও পড়ুন, West Bengal Covid19 Update : পুজোর আগে ফের নিয়ন্ত্রণে করোনা, নতুন করে আক্রান্ত ১১৭
২০১৯ সালের শেষে চিন থেকে শুরু । আড়াই বছরের বেশি হয়ে গেল, কোভিড থেকে মুক্ত হয়নি পৃথিবী । বিভিন্ন রূপে, আরও ভয়ঙ্করভাবে বারবার থাবা বসিয়েছে করোনা । আমেরিকা-ইউরোপের দেশগুলি আগেই ঘোষণা করেছে, অতিমারিকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে । সেকারণে, করোনা-বিধি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দেশ । যদিও, হু-এর তরফে বারবার সাবধান করা হয়েছিল যে, এখনই কোভিডের নিয়ম-কানুনে এত শিথিলতা আনলে চলবে না । ভবিষ্যতে আরও মারাত্মক রূপ ধারণ করতে পারে করোনা । কিন্তু, এসব সতর্কবাণীর মধ্যে এবার আশার খবর শোনালো হু ।