কোভিড অতিমারির (Covid pandemic) প্রথম দু'বছরে মারা গিয়েছেন ১ কোটি ৮২ লক্ষ জন মানুষ। এই অতিমারির মৃত্যুসংখ্যা (Covid 19 death cases) নিয়ে গবেষণা করতে গিয়ে তথ্যটি পেয়েছেন গবেষকরা। 'দ্য ল্যানসেট'-এ (The Lancet) প্রকাশিত ওই গবেষণা থেকে জানা গিয়েছে, কোভিড অতিমারিতে (Covid pandemic) সবথেকে বেশি মানুষ মারা গিয়েছেন ভারতে।
আরও পড়ুন: বাজেট পেশের মাঝপথে হট্টগোল বিরোধীদের, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের
অন্তত ৪১ লক্ষ মানুষ এই অতিমারিতে মারা গিয়েছেন এই দেশে। কোভিডে মৃত্যুসংখ্যার (Covid 19 death cases) নিরিখে ভারতের পরেই রয়েছে আমেরিকা, রাশিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।
কোভিডে মৃত্যুসংখ্যা (Covid 19) নিয়ে যে সরকারি তথ্য সামনে এসেছিল এতদিন, তাতে জানা গিয়েছিল, বিশ্বজুড়ে এই অতিমারিতে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৫৯ লক্ষ।
একটি বিশেষ পরিসংখ্যানতত্ত্বের মডেলের মাধ্যমে গবেষণা চালিয়ে দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায় মোট মৃত্যুসংখ্যা সরকারি হিসাবের থেকে প্রায় সাড়ে ৯ গুণ বেশি! আফ্রিকায় যেটি ১৪.২ গুণ বেশি!
গবেষণায় এটিও জানা গিয়েছে যে, কোভিড-আক্রান্তদের (Covid 19 update) মধ্যে স্থূলতা এবং বয়সজনিত কারণে মৃত্যুর হার সবথেকে বেশি।