ওমিক্রনের (Omicron) দাপট কমতেই ইউরোপে (Europe) শেষ হতে পারে অতিমারি (Pandemic) । তেমনটাই ইঙ্গিত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) । WHO-র তরফে জানানো হয়েছে, ইউরোপের প্রায় ৬০ শতাংশ বাসিন্দা করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হতে পারেন । আর তারপরেই শেষ হতে পারে অতিমারির দাপট ।
WHO-র ইউরোপীয় শাখার ডিরেক্টর হান্স ক্লাজ (Hans Kluge) সংবাদসংস্থা এএফপি (AFP)-কে জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের মাধ্যমে একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে কোভিড-১৯ (Covid-19) । যা মার্চের মধ্যে ইউরোপের ৬০ শতাংশ মানুষকে সংক্রমিত করতে পারে এবং শেষ পর্যন্ত অতিমারির অবসান ঘটাতে পারে ।
আরও পড়ুন, Covid 19 vaccine: টিকা নিতে ভয়! একজন গাছে উঠলেন, আরেকজন হিংস্র হয়ে আঘাতই করে বসলেন প্রশাসনের সদস্যকে
অতিমারি নিয়ে আশার কথা শোনালেও কোভিডবিধি মেনে চলার সতর্কবার্তা দিয়েছেন হান্স । তিনি জানিয়েছেন, ইউরোপে বর্তমানে ওমিক্রনের ঢেউ কমে গেলে আগামী কয়েক সপ্তাহ ও কয়েক মাস বিশ্বব্যাপী প্রতিরোধ ক্ষমতা থেকে যাবে । ভ্যাকসিন বা প্রাকৃতিক অনাক্রম্যতার জন্য তা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি ।
হান্সের মতে, চলতি বছরের শেষ দিকে ফের হয়তো কোভিড ফিরে আসতে পারে । যদিও তা অতিমারির মতো ভয়াবহ রূপ ধারণ করবে না বলে দাবি তাঁর ।