দিন কয়েক আগেই বাংলাদেশের উপকূলে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’ , ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক এলাকা। এবার ফের চোখ রাঙাচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, জুন মাসের মাঝামাঝি সময়ে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে বলে মনে করছেন আবহবিদদের একাংশ।
Mexico news: ৪৫টি ব্যাগ ভর্তি মানব দেহাবশেষ, মেক্সিকোর গিরিখাতের ঘটনায় স্তম্ভিত প্রশাসন
তবে কবে কোথায় আছড়ে পড়তে পারে বিপর্যয়, সেবিষয়ে স্পষ্ঠ করে কিছুই জানানো হয়নি। ইউরোপের আবহবিদদের দাবি অনুযায়ী, আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তাফা কামাল পলাশ জানান, ৬ থেকে ৮ জুনের মধ্যে বঙ্গোপসাগরের উপর তৈরি হবে ঘূর্ণিঝড় বিপর্যয় এবং তা ৯ থেকে ১০ জুনের মধ্যে বরিশাল ডিভিশনে আছড়ে পড়তে পারে।