রুশ (Russia)-ইউক্রেন (Ukraine) যুদ্ধে (war) এবার ক্ষেপণাস্ত্র (missile) হানা কিয়েভ (Kyiv) শহরের বহুতলের (residential building) উপরেও। সংবাদসংস্থা অ্যাসোসিয়েড প্রেসের (Ap) খবর, শনিবার ভোরবেলায় কিয়েভ বিমানবন্দর লাগোয়া একটি বহুতলে এই হানা চালায় রুশ সেনা (Russian military)। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা থেকে পরিস্কার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রুশ সেনা জানান দেয় তারা কিয়েভ দখল করতে আসছে।
ইউক্রেন সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত এই যুদ্ধে ১৯০ জন দেশবাসী প্রাণ হারিয়েছেন। যদিও এদিন সকালেই কিয়েভ থেকে দাবি করা হয়েছিল পালটা হামলায় তারা এক হাজারের বেশি রুশ সৈনিককে খতম করেছে।
আরও খবর : ইউক্রেনের হাতে মৃত ১০০০ রুশ সৈন্য, যুদ্ধ থামাতে রাশিয়াকে অনুরোধ জেলেনস্কির
বহুতলে হামলার ঘটনার ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়াতেও। ইউক্রেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দর লাগোয়া এই বহুতলে থাকেন আবাসিকরা। যার প্রায় অনেকটা অংশই ধ্বংস্ব হয়ে গিয়েছে।
ইউক্রেনের দমকলের কর্মী জানিয়েছেন, ১৬ এবং ২১ তলায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। যারফলে বহুতলের সামনে অংশ ভেঙে গুড়িয়ে গিয়েছে। এই ঘটনায় ৬ জন জখম হয়েছে বলেও দাবি করেছেন ওই দমকল কর্মী। ইতিমধ্যে ৮০ জনকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।