ইরানের স্মরণসভায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনার জেরে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৩। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরার খবর অনুযায়ী, দুটি ব্যাগের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। বুধবার বিকালে সভা চলাকালীন সেগুলি বিস্ফোরণ হয়।
জানা গিয়েছে, সেখানকার একটি সংগঠনের প্রধান কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল সভা। হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন সেখানে। ইরানের কেরমান শহরের ডেপুটি গভর্নর এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেছেন।
ঘটনার একাধিক ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, বিভিন্ন রাস্তায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনও আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।