সোমবার ভোরবেলার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক(Turkey Earthquake) লেবানন-সিরিয়া। বেলা একটু গড়াতেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সরকারি হিসেব বলছে, তুরস্কএবং সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ২০০।
সপ্তাহের প্রথমদিনই ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক। সেখানকার নুরদাগি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার পূর্বে অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল প্রায় ৭.৮। তার মিনিট দশেকের মধ্যেই আরও একটি কম্পন অনুভূত হয় বলেই খবর। প্রচুর ঘরবাড়ি ভেঙেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Sidharth-Kiara Wedding : ৬ ফেব্রুয়ারি হচ্ছে না বিয়ে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন সিড-কিয়ারা ?
কম্পনের তীব্রতায় মালাটিয়া-দিয়ারবাকির শহরে একাধিক বাড়ি ভেঙে যায় বলেই খবর। এছাড়াও শতাধিক বাড়িতে ফাটল ধরেছে বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভোর থেকেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন(Turkey Govt.)।
পাশাপাশি, লেবানন-সিরিয়াতেও ভূমিকম্প(Syria Earthquake) অনুভূত হয়েছে বলেই খবর। সিরিয়ার আলেপ্পো এবং হামার বিভিন্ন অংশেও একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে।