আটলান্টিক মহাসাগরের অতল থেকে তুলে আনা হল ডুবোজাহাজ টাইটানের ধ্বংসাবশেষ। কানাডার একটি জাহাজে করে ওই ধ্বংসাবশেষগুলিকে তুলে এনে নিউফাউন্ডল্যান্ডের একটি পোর্টে রাখা হয়েছে। সূত্রের খবর সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীর দেহাংশেরও খোঁজ পাওয়া গেছে।
মার্কিন উপকূলরক্ষা বাহিনীর তরফে জানানো হয়,সমুদ্রের তলায় তল্লাশি চালানো হচ্ছিল। সেসময়ই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, নিউ ইয়র্কের একটি সংস্থাকে এই কাজে নিযুক্ত করা হয়। প্রায় পাঁচ দিন ধরে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিন টাইটানের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল তারা।
মার্কিন সমুদ্রবিজ্ঞানীরা জানিয়েছেন, টাইটানের ইলেকট্রিকাল সিস্টেমে গন্ডগোল হয়েছিল। আটলান্টিকের গভীরে ১৩ হাজার ২০০ ফুট নীচে নামার সময় সমুদ্রের অতল জলরাশির সাঙ্ঘাতিক চাপ পড়েছিল ডুবোজাহাজটির উপরয এবং তারপরেই ভেঙে যায় সেটি।
উদ্ধারকারীদের প্রাথমিক অনুমান, সমুদ্রের গভীরে কোনও বস্তুতে আটকে পড়েছিল জাহাজটি। সেকারণেই খোঁজ পেতে সমস্যা হচ্ছিল।