ফের বিধ্বস্ত গাজার পাশে ভারত। দ্বিতীয়বারের জন্য যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী পাঠাল নয়াদিল্লি। রবিবার এই ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'প্যালেস্টাইনের মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার কাজ জারি রেখেছে ভারত।'
বিদেশমন্ত্রী জানিয়েছেন, বায়ুসেনার বিমানে মোট ৩২ টন ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। দিল্লিতে থেকে এই বিমান সরাসরি মিশরের এল আইরিশ বিমানবন্দরে পৌঁছবে। সেখান থেকে সড়ক পথে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ওই বিমানবন্দর থেকে গাজার রাফা সীমান্তের দূরত্ব ৪৫ কিলোমিটার।
আরও পড়ুন - সিইও পদ থেকে সরানো হল স্যাম অল্টম্যানকে, ভাল সময় কাটিয়েছি...আর কী বললেন চ্যাটজিপিটি-র স্রষ্টা ?
এর আগে গত ২২ অক্টোবর গাজা ভূখণ্ডে খাবার, পানীয়, ওষুধ-সহ একাধিক ত্রাণসামগ্রী পাঠিয়েছিল ভারত। মিশরের রাফা সীমান্ত পেরিয়ে মোট সাড়ে ছ’কোটি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছিল গাজায়।