ইস্তানবুলে ইউক্রেনের দেওয়া প্রস্তাবকে বুধবার 'ইতিবাচক' বলে জানাল রাশিয়া। তবে, তার সঙ্গে এটিও মনে করিয়ে দেওয়া হল যে, এর ফলে আলাদা করে কোনও প্রাচীর ভেঙে পড়েনি। পরিস্থিতির খুব উন্নতিও হয়নি।
আগামী ১৫ বছরে ক্রিমিয়ার অবস্থান নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিল ইউক্রেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, এতে আলোচনার কিছুই নেই কারণ 'ক্রিমিয়া রাশিয়ারই অংশ'।
অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জে উদ্বাস্তু সংস্থা ইউএনএইচসিআই জানিয়েছে, রাশিয়া যুদ্ধ শুরু করার পর গত এক মাসে ৪০ লক্ষের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পর গোটা ইউরোপের এত বড় উদ্বাস্তু সংকট আর তৈরি হয়নি।
মোট যে ৪০ লক্ষ ১ হাজার জন মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন, তাঁদের মধ্যে ২৩ লক্ষ মানুষই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে।