বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবাজারে আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫ হাজার দোকান। ঘটনাস্থলে কাজ করছে দমকলের ৪৭টি ইঞ্জিন। আগুন ছড়িয়ে পড়েছে বঙ্গবাজারের পাশের একাধিক বিল্ডিংয়েও।
ঈদের আগে এই বিপর্যয়ে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বহু ব্যবসায়ী দোকান থেকে মালপত্র বের করে আনার সময়টুকু পর্যন্ত পাননি। চোখের সামনেই লেলিহান শিখায় নিজেদের দোকানগুলোকে পুড়ে যেতে দেখা ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই তাঁদের কাছে। তবে হতাহতের কোনও খবর নেই।
আরও পড়ুন- NASA-Humanity Crew: নতুন চন্দ্রাভিযানে অংশ নেবে কারা, জানাল নাসা