Russia- Ukraine: 'যুদ্ধাস্ত্রের সঙ্গে সেলফি তোলা যাবে না', ভারতীয় পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি কেন্দ্রের

Updated : Mar 04, 2022 09:41
|
Editorji News Desk

যে কোনও সময় আকাশ থেকে হামলা শুরু হতে পারে। ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে যুদ্ধ বিমান বা ড্রোন থেকে। ঘরে ঢুকে পড়তে পারে অস্ত্রধারী সেনারাও। রয়েছে মলোটোভ ককটেলের ভয়। সমস্ত রকমের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল ভারত। তাতে কী কী অবশ্য করণীয় এবং কী করা চলবে না, তার তালিকা দেওয়া হয়েছে (New guideline for Indian Students in Ukraine)।  

নির্দেশিকায় বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোনো যাবে না। মোবাইল ফোন কম ব্যবহার করে ব্যাটারি বাঁচানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেককে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা পড়ুয়া, আমরা ভারত থেকে এসেছি, আমরা সংঘর্ষে যুক্ত নই, দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না, আমাদের সাহায্য করুন প্রভৃতি। কোনো রকম যুদ্ধাস্ত্রের সঙ্গে সেলফি তোলা যাবে না। 

 ইউক্রেনের বাঙ্কারগুলোতে ইতিমধ্যেই পানীয় জল ও খাবারের সঙ্কট দেখা দিতে শুরু করেছে। কতদিন এই অবস্থায় থাকতে হবে, তারও কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে এক বেলার খাওয়ার খাবার পরামর্শ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। দেহে যাতে কোনও ভাবেই জলের অভাব না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। একটি ব্যাগে পাসপোর্ট, পরিচয়পত্র, প্রাণদায়ী ওষুধ, টর্চ রাখতে হবে। বাইরে বেরোতে হলে হাতে সাদা পতাকা রাখা ভাল। ইউক্রেনে আটকে প়ড়া ভারতীয়দের কোনও রকম বিক্ষোভে অংশ নিতেও মানা করে দেওয়া হয়েছে। নেটমাধ্যমে এই সংক্রান্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

সরকারি হিসেব বলছে, এখনও অন্তত চার হাজার ভারতীয় খারকিভেই আটকে রয়েছেন। তাঁদের অধিকাংশই মেডিক্যাল পড়ুয়া।

ModiPutinIndian students

Recommended For You

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের

editorji | বিদেশ

Bangladesh Crisis : বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নয়, ঢাকার বৈঠকে দাবি ভারতের, BNP নেতাকে জবাব মমতার