৭৫ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকের সঙ্গে দেশের স্বাধীনতা উদযাপন করছে কেন্দ্রীয় সরকার। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ সেই ভাবনার প্রতিফলন। দেশের নানা প্রান্ত এবং বিদেশেও করা হয়েছে এই আয়োজন। সেই উৎসব উপলক্ষ্যেই এবার বিদেশ পাড়ি দিয়েছেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর নাচের দল। কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নাচের অনুষ্ঠান করবেন সৌরভ-পত্নী।
শনিবার, ২০ তারিখ, প্রথম অনুষ্ঠান ছিল আয়ারল্যান্ডের ডাবলিন শহরে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মায়ার খেলা’ উপস্থাপন করা হয় সেখানে। পাশাপাশি দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশন করেন তাঁরা।
আরও পড়ুন- Jeet's new look in Chengiz : 'রাবণ'-এর পর এবার 'চেঙ্গিজ', নতুন লুকে চমক জিৎ-এর
ডাবলিনের পর ডোনারা নৃত্য পরিবেশন করবেন আরও কয়েকটি দেশে। এখান থেকে প্রথমে সুইৎজারল্যান্ড যাবেন তাঁরা। ২৩ তারিখ সেখানে হবে ওড়িশি নাচের অনুষ্ঠান। তারপর চলে যাওয়া হবে ইংল্যান্ডে। প্রথম শো বার্মিংহাম শহরে। ২৫ তারিখ। সেখানে আছে দুর্গাপুজোর আগমনী উপলক্ষে আয়োজন। তার পর দু’দিন অনুষ্ঠান আছে লন্ডন শহরে। ২৬ ও ২৮ তারিখ, নেহরু সেন্টার এবং ভবন সেন্টারে দেখা যাবে ‘মায়ার খেলা’।