চার বছর পর হোয়াইট হাউজের রং ফের লাল। ২৭০-এর ম্যাজিক ফিগার পার করে ফের মার্কিন মসনদে ফিরলেন রিপাবলিক্যান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ২৬টি প্রদেশে প্রতিপক্ষ ডেম্যোক্রাটদের ধরাশায়ী করে সেন্ট্রাল রুমের চেয়ারে ফের বসতে চলেছেন ট্রাম্প।
আমেরিকায় জিতলেন ট্রাম্প। আর ভারতে চাঙ্গা হল শেয়ার বাজার। এদিন শুরু থেকেই মার্কিন ভোটের খবরের দিকে নজর ছিল শেয়ার বাজারের। রিপাবলিক্যানরা লিড পেতেই ভারতীয় শেয়ার বাজারের সূচকও চড় চড় করে বাড়তে থাকে। ৮০ হাজারের গন্ডি পেরিয়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক। ট্রাম্পের জয়ের পরেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছে দিল্লি।
কূটনৈতিক মহলের দাবি, সীমান্ত ঘেঁষা অঞ্চলে এবার ভাল ফল করছে ট্রাম্পের দল। বিশেষ করে মেক্সিকো এবং লাতিন আমেরিকার সঙ্গে সীমান্ত অঞ্চলগুলিতে কমলা হ্যারিসের দলকে কার্যত ছিটকে দিয়েছে রিপাবলিক্যানরা। সাতটি সুইং স্টেটের মধ্যে ছটি দখল করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আর এটাইকে ডোলান্ডের ওভার ট্রাম্প বলে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। জয়ের পর প্রথম ভাষণে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার নির্বাচনী ইতিহাসে এটাই সেরা রাজনৈতিক সিদ্ধান্ত। দেশবাসীকে এর জন্য ধন্যবাদ। প্রথম ভাষণেই স্পষ্ট করেছেন, সীমান্ত সিল করা হবে তাঁর সরকারের প্রথম অগ্রাধিকার।
কূটনৈতিক মহলের দাবি, এবার অনেক ইস্যু নিয়েই মাথা ঘামাতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু সেই কাজ এবার সহজ হল সেনেটে রিপাবলিক্যানদের দাপট। সবমিলিয়ে হোয়াইট হাউজে লাল-ঝড়। সৌজন্যে মার্কিন জনগণের ভোটে ট্রাম্পের প্রত্যাবর্তন।