লেখিকা ই জিন ক্যারলকে যৌন হেনস্থাই করা হয়েছিল। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি। ক্যারলকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেবেন ট্রাম্প। নিউইয়র্কের একটি আদালতের গঠন করা জুরির সদস্যরা মঙ্গলবার এমনই রায় দিলেন।
ইতিমধ্যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তিনি।
১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের পোশাক পরিবর্তন কক্ষে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ আনেন ক্যারল। ক্যারলকে 'মিথ্যেবাদী' বলায় ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলাও করেন লেখিকা, সেই মামলার রায়ও ট্রাম্পের বিরুদ্ধেই গিয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অবশ্য প্রমাণিত হয়নি।
Rahul Arunoday Banerjee: হিন্দু পুরোহিতের মুসলমান বোন, অন্য রকম গল্প বলবে রাহুলের পরের ছবি 'ফতেমা'