একটা চাকরির জন্য মানুষ কী কী না করে! তেমনই একটি ঘটনা ঘটতে দেখা গেল দুবাইতে। একের পর এক চাকরির আবেদন নাকচ হওয়ার পর আক্ষরিক অর্থেই রাস্তায় নেমে এলেন এক ব্যক্তি। দুবাইয়ের ট্র্যাফিক সিগন্যালে নিজের সিভি নিয়ে একের পর এক মানুষের কাছে গেলেন তিনি। যাতে, একটা চাকরি হয়ে যায়! শুধু সিভিই নয়, সঙ্গে ছিল চকোলেট বার এবং একটি নোট। যাতে লেখা- 'একটি চাকরির সন্ধান আমাকে দিতে পারলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব'।
দুবাই মেরিনার এই দৃশ্য ইন্টারনেটে আসার পরেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় নেটিজেনদের মধ্যে জল্পনা।
দুবাইয়ের আল জারকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস নিয়ে পড়াশোনা করা নওয়ার এম নামের ওই ব্যক্তি তাঁর সিভিতে লিখেছিলেন যে তিনি আরবিক ও ইংরেজি ভাষা জানেন। একটা কাজ তাঁর যেনতেনপ্রকারেন প্রয়োজন। বহু সংস্থায় তিনি সেলসম্যান হিসেবে কাজ করেছেন।
নিজের লিঙ্কডইন অ্যাকাউন্টে তিনি লেখেন, আমি লিঙ্কডইনে চাকরি খুঁজে না পাওয়ায় ট্র্যাফিক সিগন্যালে এসে দাঁড়িয়েছি। এখন, আপনারাই ভরসা।