Bangladesh Durga Puja : পদ্মাপাড়ে আজই বিজয়া দশমী, বিষাদের সুর বাংলাদেশে, চলছে প্রতিমা নিরঞ্জন

Updated : Oct 13, 2024 18:02
|
Editorji News Desk

ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন

কিন্তু এবারটা যেন বড্ড তাড়াতাড়ি হয়ে গেল । কোনও পঞ্চিকা মতে, শনিবারই দশমী তিথি পালন করা হয়েছে । চার ছেলে-মেয়েকে নিয়ে কৈলাশের পথে পাড়ি দিয়েছেন উমা । বেশ কয়েকটি বনেদি বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়েছে শনিবারই । তবে, বেশিরভাগ জায়গায় রবিবার, দশমী পালন করা হচ্ছে । ঘরের মেয়েকে বিদায় জানানোর পালা । চোখে জল বাঙালির । আবারও একবছরের অপেক্ষা । বিষাদের সুর ওপার বাংলাতেও ।

রবিবারই দশমী তিথি পালন করছে বাংলাদেশ । সরকার বদলের পর এবার বাংলাদেশে প্রথম দুর্গাপুজো । অচলাবস্থা কাটিয়ে পাঁচদিন শারদ্যোৎসবে মেতে উঠেছিলে পদ্মাপাড়ের বাসিন্দারা । ষষ্ঠী থেকে দশমী...মণ্ডপে মণ্ডপে ভিড় ছিল জনজোয়ার । দশমীতে বিষাদের সুর বাংলাদেশের আকাশে-বাতাসে । সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে চলছে দেবী বরণ । তারপর সিঁদুর খেলায় মাতছেন বাড়ির মেয়ে-বউরা । ঢাকের তালে কোথাও জমে উঠছে ধুনুচি নাচের আসর । ঘাটে ঘাটে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জনও ।

সংরক্ষণ ইস্যুতে উত্তাল হয়েছিল বাংলাদেশ । তারপর শেখ হাসিনার পদত্যাগ, ভারতে চলে আসা, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন...গত চার মাসে জল গড়িয়ে অনেক দূর । এই পরিস্থিতিতে বাংলাদেশে এবার দুর্গাপুজো কেমন হবে বা আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল ৷ তবে, পরিস্থিতি যেরকমই থাকুক উৎসবের আনন্দে ভাঁটা পড়েনি । স্বতঃস্ফূর্ত ভাবেই উৎসবে সামিল হয়েছেন বাংলাদেশের মানুষরা ।

চলতি বছর বাংলাদেশে ৩১ হাজার ৪৬১ মণ্ডপে দুর্গাপুজো হয়েছে । তার মধ্যে ঢাকায় ২৫২টি মণ্ডপে পুজো হয়েছে । পঞ্চমী-ষষ্ঠী  থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন দর্শনার্থীরা । এবারের পুজোয় কড়া নিরাপত্তা ব্যবস্থায় উদযাপন হয়েছে দুর্গাপুজোর । অন্তবর্তী সরকার গঠনের পরও বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক জায়গায় হামলার অভিযোগ উঠেছে। দুর্গাপুজো আয়োজনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ জামান আশ্বস্ত করেছিলেন পুজোয় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তারপরেও অভিযোগ, পুজোয় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে বাংলাদেশে। 

Durga Puja

Recommended For You

editorji | বিদেশ

HMVP Virus: নতুন বছরে ফের অতিমারী? নয়া ভাইরাসে আতঙ্ক বাড়ছে সেই চিনেই

editorji | বিদেশ

Bangladesh : কলকাতা কি দখল সম্ভব? সামরিক শক্তিতে কতটা এগিয়ে বাংলাদেশ

editorji | বিদেশ

Syria Crisis: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় দায়িত্ব নিল অন্তর্বর্তীকালীন সরকার, ৭৫ ভারতীয়কে দেশে ফেরাল ভারত

editorji | বিদেশ

Bangladesh News : ভারতের চাপে নতিস্বীকার, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় ঢাকায় গ্রেফতার ৭০

editorji | বিদেশ

Bangladesh News : চলবে না হাসিনাকে সমর্থন, দিল্লিকে শর্ত দিয়ে বন্ধুত্ব বাংলাদেশের