বৃহস্পতিবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake in Afganistan) কেঁপে উঠল পাকিস্তান ও আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ছিল ৬.১। প্রাথমিক ভাবে ১৩০ জনের মৃত্যুর আশঙ্কা করছে ওই দুই দেশের প্রশাসন।
জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের পূর্ব অংশ। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তানেও। আফগানিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, ভূমিকম্পের জেরে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: COVID-19: দেশে কোভিডের অ্যাকটিভ কেস ছাড়াল ৮০ হাজার, মহারাষ্ট্রে একদিনে সংক্রমণ বাড়ল ৫৫ শতাংশ
তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানিয়েছেন, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানেই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে বলে তালিবান প্রশাসন সূত্রে খবর।
আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরবর্তী অঞ্চল ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।