বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান । ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন বহু মানুষ । এখনও নিখোঁজ অনেকে । সেই রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্প জাপানে । মঙ্গলবার জোরালো কম্পন অনুভূত হয়েছে মধ্য জাপানে । জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ । তবে এখনও কোনও সুনামির সতর্কবার্তা দেওয়া হয়নি । সংবাদসংস্থা এএফপি-র তরফে এমনই জানা গিয়েছে ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের এপিসেন্টার নিগাতা প্রিফেকচারের নাগাওকার সাদো দ্বীপের কাছে । এদিন, কম্পনের তীব্রতা অনেকটাই বেশি ছিল বলে জানা গিয়েছে ।
চলতি বছর ১ জানুয়ারি বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬ । ভূমিকম্পের জেরে ২০০ জনেরও বেশি মৃত্যু হয়েছে । নিখোঁজ হন প্রায় ৩২৩ জন ।