শক্তিশালী ভূমিকম্প এবার পাক-আফগান সীমান্তে। এই ঘটনায় পাকিস্তানের সোয়াৎ উপত্যকায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১০০-এর বেশি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৫। আফগানিস্তানের জুর্ম থেকে ৪০ কিলোমিটার দূরে কম্পনের উৎস্যস্থল বলে জানা গিয়েছে। মঙ্গলবার প্রাথমিক ভাবে জানা যায়, ভূমিকম্পের উৎস্যস্থল হিন্দুকুশ পর্বতের মাটির ১৮০ কিলোমিটার গভীর।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার কিছু পরে এই ঘটনা ঘটে। যার প্রভাবে রাতেও কম্পন অনুভূত হয় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ লাহোর, কোয়েটার মতো শহরগুলিতে। রাতে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। তবে বড় ধরণের কোনও দুর্ঘটনা খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, পাক-আফগান সীমান্তের ভূমিকম্পের খানিক প্রভাব পড়ে তাজাকিস্তানেও।
এছাড়াও এই ভূমিকম্পের জেরে মঙ্গলবার রাতে কেঁপে উঠেছিল উত্তর ভারতের একাধিক অঞ্চল। বিশেষ করে ভারতের রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চলে কম্পনের প্রভাব দেখা দেয়।