কাতারের আদালতে আট ভারতীয় ফাঁসির সাজা। বৃহস্পতিবার আদালতের রায়ে স্তম্ভিত ভারতীয় বিদেশ মন্ত্রক। এই ঘটনার পর বিদেশ মন্ত্রকের দাবি, রায়ের বিস্তারিত দেখে কাতারের নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করা হবে। ইতিমধ্যেই ওই আট ভারতীয়র পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
জানা গিয়েছে, স্থানীয় আল-ধারা কোম্পানির শ্রমিক ছিলেন এই আট ভারতীয়। যাঁরা প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁদের বিরুদ্ধে অভিযোগ গুপ্তচর বৃত্তির। এই অভিযোগেই তাঁদের গ্রেফতার করা হয়েছিল। কাতারের এক আদালত তাঁদের ফাঁসির সাজা দিয়েছে।
এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের কাছে এই শুনানি সম্পর্কে খবর ছিল। কিন্তু যে রায় কাতারি আদালত দিয়েছে, তা তারা স্তম্ভিত। এই ব্যাপারে আদালতে পুরো রায় দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
একটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, এরআগে একাধিকবার এই আট ভারতীর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, তাঁরা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত।