মিউজিক ভিডিয়োর শ্যুট চলাকালীন সেটে ঢুকে পড়ে আট জন মহিলা মডেলকে (models raped) ধর্ষণ করল বন্দুকবাজের দল। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামে এক শহরে বৃহস্পতিবার এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে।
ইতিমধ্যে এই ঘটনায় ৬৭ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দু’ জন সন্দেহভাজনকে গ্রেফতার করার সময় তারা বাধা দিলে পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়।
SSC Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার ইডির নজরে পার্থর ‘ঘনিষ্ঠ’ ছাত্রনেতারা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোহানেসবার্গের পশ্চিমে ক্রুগারসডর্পের নামে এক শহরে বৃহস্পতিবার সেট তৈরি করে শুটিং চলছি।। সেই সময়ই সেখানে বন্দুকবাজের দল হামলা চালায়। ঘটনাস্থলে উপস্থিত শ্যুটিং দলের সদস্যদের নিরাবরণ করে তাঁদের সমস্ত জিনিস কেড়ে নেওয়া হয়। এর পর বন্দুকবাজরা আট মহিলাকে ধর্ষণ করে। এমনকি এক জন মহিলাকে ১০ জন এবং অন্য এক মহিলাকে ৮ জন মিলে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। ওই মহিলাদের সকলের বয়সই ১৮ থেকে ৩৫-এর মধ্যে বলে পুলিশ জানিয়েছে।
অভিযুক্তেরা দক্ষিণ আফ্রিকার বাসিন্দা নন বলে পুলিশের অনুমান। পুলিশের দাবি, দুষ্কৃতীরা অবৈধ খনি উত্তোলনের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে থেকে এসেছিল। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অপরাধীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।