বাবা হয়েছেন এলন মাস্ক, এই নিয়ে দ্বাদশ বার। চলতি বছরের শুরুতেই নাকি মাস্ক এবং শিভন জিলিস-এর কোল আলো করে এসেছে তৃতীয় সন্তান, এর আগে দুজনের যমজ সন্তান রয়দেছে। তৃতীয় সন্তানের নাম অবশ্য জানা যায়নি এখনও।
এলন মাস্ক এবং তাঁর প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তান রয়েছে। এছাড়া প্রাক্তন প্রেমিকা গ্রিমসের সঙ্গেও তিনটি সন্তান রয়েছে। উল্লেখ্য, মাস্ক এবং উইলসন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।
এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। টেসলা সিইও-র মোট সম্পত্তির পরিমাণ ২১২.৮ বিলিয়ন মার্কিন ডলার।