আপাতত টুইটার কিনছেন না ইলন মাস্ক। ‘টুইটার ডিল’ সাময়িক ভাবে মুলতুবি রাখা হয়েছে বলে টুইট করলেন মাস্ক। স্প্যাম এবং জাল অ্যাকাউন্টের জন্যই আপাতত টুইটার কেনা স্থগিত থাকছে।
মাস্কের এই টুইটের পর একধাক্কায় টুইটারের শেয়ার পড়েছে ১১ শতাংশ, অন্য দিকে টেসলার শেয়ার বেড়েছে ৪.৯ %।
ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে প্রথম থেকেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আসছেন মাস্ক। নয়া ত্রৈমাসিকে ১ কোটি ৩০ লক্ষ নতুন টুইটার ব্যবহারকারী বেড়েছে।অতিমারিকালের পর এটিই সর্বোচ্চ বলে জানা গিয়েছে। মাস্কের টুইটার কেনার আগে পর্যন্ত সংস্থাটি বেশ কয়েকটি ঝুঁকির সম্মুখীন হয়। যেমন, মাস্ক টুইটার কেনার পর বিজ্ঞাপনদাতারা আর টুইটারে ব্যয় করবেন কি না তা নিয়ে সংশয় দেখা দেয়।