৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার (Twitter) কেনার পর 'ধাক্কা' খেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)! অন্তত, জল্পনা এমনটাই। মাস্কের পকেটে 'ঘা'-এর চিহ্ন ছড়িয়ে আছে টুইটার অধিগ্রহণের পর টেসলার গাদা গাদা শেয়ার বিক্রির মধ্যেই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, টেসলার (Tesla) প্রায় ১ কোটি ৯৫ লক্ষ শেয়ার ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন ইলন মাস্ক (Elon Musk), যার বাজারে মূল্য ৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলার। যদিও, টেসলার কাছে এটা নতুন কিছু নয়। গত বছর ২২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের পর চলতি বছরেই ১৫ বিলিয়ন ডলার শেয়ার বাজারে বেচে দিয়েছিল টেসলা।
আরও পড়ুন: চাকরি আছে না গেছে, মেল পাঠাবে টুইটার, এক ঘণ্টা ব্যাহত পরিষেবা
উল্লেখ্য, ইলনের (Elon Musk) একের পর এক শেয়ার বিক্রির ঘোষণায় বাজারে টেসলার শেয়ারের দামও কমছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। বিশ্বের মহার্ঘতম গাড়িবিক্রেতা টেসলার মালিক ইলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অগস্ট মাসেই তিনি সতর্ক করেছিলেন এই বিষয়টি নিয়ে। গত ২ বছরে টেসলার শেয়ারের দাম সবথেকে কমেছেও এই অধিগ্রহণের পর।