দুনিয়ার ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk) কি এবার ফুটবল দল কিনতে চলেছেন? টুইটারে (Twitter) ফের জল্পনার তুঙ্গে মাস্কের একটি টুইট। এই টুইটটি ফুটবল সংক্রান্ত। তিনি লেখেন যে তিনি ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Elon Musk is buying Mancheshter United) কিনছেন। তারপরই বিষয়টি নিয়ে নেটিজেনদের (Netizens) মধ্যে উৎসাহ তুঙ্গে পৌঁছে যায়। মঙ্গলবার ভারতীয় সময় মাঝরাতে মাস্ক একটি টুইট করেন, ‘আমি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিনতে চলেছি। সবাইকে স্বাগত।’
আরও পড়ুন: টুইটার করার 'অপরাধে' ৩৪ বছরের জেল হল সৌদির এক মহিলা পড়ুয়ার
তবে কয়েক ঘণ্টা পরেই জল্পনার অবসান হয়। এক টুইট (Tweet) ব্যবহারকারী তাঁকে প্রশ্ন করেন, ‘আপনি কি সত্যি বলছেন?’ উত্তরে মাস্ক (Elon Musk) লিখেছেন, ‘না। আসলে এই মজাটা টুইটারে অনেক ক্ষণ ধরে চলছে। আমি কোনও খেলাধুলোর দল কিনছি না।’
এর আগেও মজা করে এমন টুইট মাস্ক (Elon Musk) করলেও ম্যান ইউ ঘিরে তাঁর টুইট আলাদা করে নজর কেড়েছে। মূল কারণ ফুটবল মাঠে ইংল্যান্ডের এই দলের ব্যর্থতা। আমেরিকার গ্লেজার পরিবার এখন ম্যান ইউয়ের মালিক। ক্লাবে তাদের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা।