সময়টা তেমন ভাল যাচ্ছে না টেসলা এবং টুইটার সিইও এলন মাস্কের। বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা খোয়ালেন মাস্ক। সম্প্রতি, মুকেশ আম্বানির ছেলের প্রিওয়েডিং-এর অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বের তাবড় ধনকুবেরদের তালিকাতেও দেখা যায়নি তাঁকে। তার ঠিক পর পরই ধনীতম ব্যবসায়ীর তকমাও মুছল নামের পাশ থেকে। এবার মাস্কের জায়গা নিলেন কে?
তালিকায় ১ নম্বরে উঠে এলেন জেফ বেজোস। ৪ মার্চ টেসলার স্টকের ৭.২ শতাংশ পতন ঘটেছে, তার ফলেই এই পরিবর্তন।
ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, ইলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ এখন ১৯৭.৭ বিলিয়ন ডলার। তাঁকে পিছনে ফেলে দেওয়া অ্যামাজন প্রতিষ্ঠাতা বেজোসের সম্পত্তির পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার।
২০২১ সালের পর এই প্রথম ১ নম্বরে উঠে এলে বেজোস। ২০২২ সালের শেষ থেকে আমাজনের শেয়ার দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে ২০২১ সালের পর টেসলার স্টক পড়েছে প্রায় ৫০ শতাংশ।