ঘনঘন নাটকীয় পটপরিবর্তনের পর, অবশেষে এলন মাস্কের হাতে এল টুইটারের মালিকানা। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে।
রয়টার সূত্রে খবর মাইক্রো ব্লগিং সাইটের মালিকানা হাতে আসার প্রায় সঙ্গে সঙ্গেই সিইও পরাগ আগরওয়ালকে ছাঁটাই করলেন মাস্ক, সঙ্গে ছাঁটাই করলেন চিফ ফিনান্সিয়াল অফিসার এবং লিগাল পলিসির দায়িত্বে থাকা আধিকারিককেও।
Ankush-Oindrila: টলিউডে আবার ভাঙন? ঐন্দ্রিলার ছবি পোস্ট করে 'মিস ইউ' কেন লিখলেন অঙ্কুশ?
টুইটারের সদর দফতরে হেঁটে বেড়াচ্ছেন মাস্ক, এরকম একটি ভিডিও দিন দুয়েক আগেই ভাইরাল হয়েছিল, তখন থেকেই জল্পনা বাড়ে।
বৃহস্পতিবার মাস্ক একটি টুইট করে জানান, সভ্যতার ভবিষ্যতের কথা মাথায় রেখে তিনি নানা মত, তর্ক বিতর্ককে জায়গা করে দেওয়ার জন্য একটি ডিজিটাল স্পেসের প্রয়োজন বোধ করেছেন, তাই-ই এই সিদ্ধান্ত।