ব্লু টিকের দাম আট ডলার। টুইটার কিনতেই এলন মাস্কের খেলা শুরু। টুইট করেই ভেরিফিকেশনের দাম ধার্য করেছেন মাস্ক। আগেই জানিয়েছিলেন ভেরিফিকেশন পদ্ধতির বদল হবে। মঙ্গলবার তার দামও ঠিক করে দিলেন টুইটার মালিক।
টুইটে মাস্ক লিখেছেন, ব্লু টিকের যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। তাই প্রতি মাসে ব্লু টিক বাবদ দিতে হবে আট ডলার। এই ঘোষণায় দেখা যাচ্ছে ভারতে কোনও টুইটার ব্যবহারকারীকে তাঁর প্রোফাইল ভেরিফিকেশনের জন্য় প্রতি মাসে খরচ করতে হবে ৬৬২ টাকা। কারণ, মাস্ক জানিয়েছেন, জায়গা বিশেষে টাকার পরিমাণ বদল হবে।
ফেল কড়ি মাখ তেল। এটাই স্বাভাবিক। নিজের টুইটারে টাকা দিয়ে এই সুবিধা ভোগ করলে পাল্টা পাওয়া যাবে দীর্ঘ অডিও ও ভিডিও ব্যবহারের সুযোগ। বিজ্ঞাপন কমে হাফ হয়ে যাবে। অগ্রাধিকার পাবে রিপ্লাই সার্চ এবং মেনশন সার্চ অ্য়াকাউন্ট। নতুন নিয়মে আনার পরে টুইটার ব্যবহারকারীরা একটি সমীক্ষায় অংশগ্রহণ করছিলেন। ৮০ শতাংশ টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা এই সুবিধা পাওয়ার জন্য কোনও টাকা দিতে রাজি নন।