আবারও শিরোনামে এলন মাস্ক! তবে টেসলা কিম্বা টুইটারের জন্য নয়! ব্যক্তিগত সম্পত্তিতে রেকর্ড পতনের জন্য মাস্কের নাম উঠল গিনেস বুকে।
গত এক বছরে এলন মাস্ক খুইয়েছেন প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। যা একেবারে বেনজির।
ব্লুমবার্গের হিসেব বলছে, ২০২১ সালের নভেম্বর মাসে মাস্কের সম্পত্তির পরিমাণ ছিল ৩৪০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু গত নভেম্বর মাসের পর থেকেই টুইটার কর্তার আর উত্থান চোখে পড়েনি। বরং সম্পত্তি কমার ক্ষেত্রে নতুন নজির গড়েছেন মাস্ক। টেসলার কর্ণধারই হলেন বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি এক বছরে 200 বিলিয়ন ডলার খুইয়েছেন।
Hrithik Roshan-Saba Azad Wedding: জন্মদিনেই এল সুখবর, বছর শেষেই বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা ?
২০২২ সালে টেসলার শেয়ার ৬৫ % পড়েছে রাতারাতি। তারই প্রতিফলন মাস্কের সম্পত্তির এই রেকর্ড পরিমাণ পতন।