সপ্তাহে কোনও ছুটি নেই, রোজ দিনে অন্তত ১২ ঘণ্টা করে কাজ করতে হবে। টুইটার কেনার পর কর্মীদের জন্য এমনই কড়া নিয়ম জারি ইলন মাস্কের। তাঁর বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব কাজ শেষ করতে হলে কর্মীদের অতিরিক্ত সময় দিতেই হবে, স্পষ্টই জানিয়েছেন টুইটারের ম্যানেজাররা।
একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘কিছু কর্মীকে টুইটারের তরফে দিনে ১২ ঘণ্টা এবং সপ্তাহে সাত দিন কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’
অতিরিক্ত সময় কাজের জন্য কর্মীদের ‘অতিরিক্ত পারিশ্রমিকের’ কোনও আশ্বাস দেওয়া হয়নি। এমনকি, ‘চাকরির নিরাপত্তা’ও নিশ্চিত করা হয়নি বলে খবর। নভেম্বরের মধ্যেই ইঞ্জিনিয়ারদের নির্দিষ্ট কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। না পারলে চাকরি থেকে ছাঁটাই করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। প্রয়োজনে ৫০ শতাংশ কর্মী ছেঁটে ফেলবেন বলেও জানিয়েছেন মাস্ক।
টুইটারে ব্লু টিকের জন্য বাড়তি টাকা দিতে হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মাস্ক। সূত্রের খবর, এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ইঞ্জিনিয়ারদের ৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মাস্ক। না পারলে চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, টুইটারের দায়িত্ব নেওয়ার পর সংস্থার প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালকেই ছেঁটে ফেলেন ইলন।