টুইটারের সিইও পদ থেকে সরতে চলেছেন এলন মাস্ক। দায়িত্ব সামলাতেন পারেন এক মহিলা। আগামী ৬ সপ্তাহের মধ্যেই মাইক্রো ব্লগিং সাইটের সিইও পদে দেখা যেতে পারে নয়া মুখ। ওয়াল স্ট্রিট জার্নালসুত্রে এমনটাই জানা গিয়েছে।
টুইটারের দায়িত্বে আসার পর থেকেই নানা বিতর্কিত পদক্ষেপ করেছিলেন মাস্ক।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মাস্কের পরিবর্তে সংস্থার দায়িত্ব নিতে চলেছেন লিন্ডা ইয়াক্কারিনো। সিইও-র পরিবর্তে টুইটারের চিফ টেকনোলোজি অফিসার পদে থাকবেন মাস্ক। টুইটারের সোশ্যাল মিডিয়ার সমস্ত দায়িত্বও সামলাবেন তিনি।