শেখ হাসিনা দেশত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির সর্বোচ্চ নেত্রী খালেদা জিয়ার মুক্তির আদেশ দিলেন। রাষ্ট্রপতির প্রেস টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে বিএনপি চেয়াপার্সনকে মুক্তি দেওয়া হবে।
বৈঠকে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, জামাতে ইসলামি সহ বিরোধী দলগুলির নেতারা। ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং নৌ ও বিমানবাহিনীর প্রধানরা৷
বৈঠকের পর যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, 'ছাত্রদের আন্দোলন চলাকালীন যাঁদের গ্রেফতার করা হয়েছিল, সকলকে মুক্তি দেওয়া হবে।'
সোমবার দুপুরেই সাংবাদিক বৈঠক করে সেনাপ্রধান জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ সেনাবাহিনী অর্ন্তবর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন করবে।
জুলাই মাস থেকেই হাসিনার বিরুদ্ধে প্রবল বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। রবিবার প্রায় ১০০ জনের প্রাণহানি হয়৷ সোমবার দেশত্যাগ করতে বাধ্য হন হাসিনা।
খালেদা জিয়ার বয়স এখন ৭৮। তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ। তিনি ১৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।