আক্রান্ত ব্য়ক্তির পোশাক বা ড্রপলেটের মাধ্যমেই শুধু নয়, যৌন সংসর্গের (Sexual relations) মাধ্যমেও ছড়াতে পারে মাঙ্কি ভাইরাস (Monkey Virus), এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে (England) প্রথম মাঙ্কি ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। তারপর এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে আমেরিকা (USA) সহ বিশ্বের অন্যান্য দেশেও।
এতদিন বিশেষজ্ঞদের ধারণা ছিল শ্বাসনালী, ক্ষত স্থান, নাক, মুখ ইত্যাদির মাধ্যমে মানব শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটে। কিন্তু সম্প্রতি মাঙ্কি ভাইরাসে আক্রান্ত একাধিক ব্যক্তিকে পরীক্ষা করে চিকিৎসকরা মনে করছেন যৌন সংসর্গের মাধ্যমেও ছড়াতে পারে এই ভাইরাস। উল্লেখ্য, সম্প্রতি ইংল্যান্ডে যাঁদের মধ্যে এই ভাইরাসের সন্ধান মিলেছে তাঁদের মধ্যে কয়েক জন সমকামী।
ইংল্যান্ডের পর ইতিমধ্যে ইউরোপের স্পেন ও পর্তুগালের মতো একাধিক দেশেও এই ভাইরাসে আক্রান্তদের সন্ধান মিলেছে। এছাড়া আমেরিকাতেও এক ব্যক্তির দেহেও এই ভাইরাসের সন্ধান মিলেছে। গত ৭ মে প্রথম মাঙ্কি ভাইরাস আক্রান্ত রোগীর হদিস মেলে লন্ডনে। তিনি মাঙ্কি পক্সে ভুগছিলেন। ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া থেকে ফিরেছিলেন।