দেশের মানুষদের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার ছাড়পত্র (Covid restrictions eased in Britan) দিয়ে দিল ব্রিটেনের সরকার (UK government)। বুধবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানালেন, স্কুল, কলেজ এবং জমায়েতে মাস্ক (Mask will no longer be mandatory in Britan) পরা আর বাধ্যতামূলক নয়।
বড় কোনও জমায়েতে প্রবেশের আগে জোড়া ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র দেখানোর ব্যাপারেও বিধিনিষেধ শিথিল (Covid restrictions eased in Britain) করল সরকার।
জনসন (Boris Johnson) জানান, দেশে করোনার প্রভাব একেবারে কমে এসেছে। তাই নিষেধাজ্ঞা বাড়ানোর কোনও প্রয়োজন নেই। ২৬ জানুয়ারির পর থেকেই ইংল্যান্ডে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন সকল মানুষই।
যদিও, প্রচুর করোনা রোগী এখনও ভর্তি রয়েছেন উত্তর ইংল্যান্ডের একাধিক হাসপাতালে। তবে, দেশের বাকি অংশে রোগীর সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছে বলেই জানিয়েছেন জনসন।
বুধবার এই সরকারি সিদ্ধান্তের পর গোটা ইংল্যান্ড জুড়েই তৈরি হয়েছে আশার আবহ।