কিছুতেই পড়তে বসতে চায় না ছেলে। দিনের পর দিন করে না কোনও হোমওয়ার্ক। কিন্তু তাঁর শাস্তি যে এত ভয়ানক হতে পারে, তা বোধহয় কল্পনা করতে পারেননি প্রতিবেশীরাও। হোমওয়ার্ক না করার শাস্তি হিসেবে গায়ে আগুন লাগিয়ে দিল বাবা। অভিযোগ, চোখের সামনে নিজের ছেলেকে পুড়তে দেখেও তাকে বাঁচানোর কোনও চেষ্টাই করেননি ওই ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল পড়শি দেশ পাকিস্তান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের ওরাঙ্গির বাসিন্দা নাজির তাঁর ১২ বছরের ছেলে শাহিরের গায়ে আগুন লাগিয়ে দেন। দ্য ডন সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ১২ বছরের ওই কিশোর হোমওয়ার্ক না করাতেই রাগের বশে ওই কিশোরকে গায়ে আগুন লাগিয়ে শাস্তি দিতে চান ওই অভিযুক্ত। ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ হয়ে যান মৃত কিশোরের মা। পরে তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- Iran Hijab Protest: লিঙ্গ বৈষম্যের প্রতিবাদ! ইরানি মহিলাদের চুল কেটে হিজাব পোড়ানোর ভিডিও ভাইরাল
মৃত কিশোরের মায়ের অভিযোগ, সেদিন বিকেলে ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলেন অভিযুক্ত। বেশ কিছুদিনের হোমওয়ার্ক না করায় ক্ষোভে ফেটে পড়েন নাজির। এরপরেই ছেলেকে বাড়ির বাইরে বের করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত। সঙ্গে সঙ্গেই প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ কিশোরকে।