আমেরিকার নিউ জার্সির (New Jersey, America) একটি বহুতলে আগুন (Fire) লাগে শনিবার । সেইসময়ের এক ভয়ানক মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায় । দেখা গেল, আগুন থেকে বাঁচাতে নিজের হাতেই তিন বছরের সন্তানকে তিনতলা (Three years old child throws by father) থেকে নীচে ছুঁড়ে ফেলে দিতে বাধ্য হলেন বাবা । এরপরও তাঁকেও তিনতলা থেকে নীচে ঝাঁপ মারতে দেখা যায় ।
ঘটনার ভিডিও টুইট করেছে দক্ষিণ ব্রান্সউইক টাউনশিপ পুলিশ বিভাগ । ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশের বডি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে ।
আরও পড়ুন, Jabalpur runway: পিছলে গেল চাকা, জবলপুরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিমান
আগুন লাগার পর তিন পুলিশকর্মী ওই ব্যক্তিকে তিনতলা থেকে তাঁর সন্তানকে নীচে ছুঁড়ে ফেলতে অনুরোধ করেছিলেন । বাবা হিসাবে এটা তাঁর কাছে দুঃসাহসিক কাজ ছিল । যদিও, ভিডিওতে শিশুটিকে সময় মতো ধরেও নেন পুলিশ ও দমকল কর্মীরা ।
পুলিশ বিভাগের তরফে টুইট করে জানানো হয়েছে, " পুলিশের বডি ক্যামেরায় গোটা বিষয়টা ধরা পড়েছে । বাবা তাঁর সন্তানকে তিন তলার জানলা দিয়ে অফিসার এবং দমকলকর্মীদের দিকে ছুঁড়ে দেন এবং আগুন থেকে বাঁচতে নিজেও লাফ দেন।"