বিশ্বকাপের আগে ফের নতুন বিতর্কে জড়াল কাতার। এ-বার বিতর্কের কেন্দ্রে সে-দেশের একটি আইন। তাতে বলা হয়েছে, বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের কোনো বিশেষ পোশাক পরতে বলা হচ্ছে না৷ তাঁরা নিজেদের পছন্দসই পোশাক পরতে পারবেন। তবে স্টেডিয়ামই হোক বা মিউজিয়ম বা সরকারি দফতর, কোনোভাবেই খোলামেলা পোশাক পরতে পারবেন না। সব সময় কাঁধ এবং হাঁটু আবৃত রাখতেই হবে। যদি এর অন্যথা হয়, তাহলে দেওয়া হবে শাস্তি। এমনকি শ্রীঘরে যেতে হবে পারে বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের।
দর্শকদের পোশাকের উপর নজর রাখা হবে বলে জানিয়েছে কাতার।
বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুল রহিমান জানিয়েছেন, স্টেডিয়ামে অত্যাধুনিক ক্যামেরা বসানো হয়েছে। সেই ক্যামেরার সাহায্যে প্রতিটি আসনের দিকে ভাল করে লক্ষ্য রাখা যাবে। একটি আসনও বাদ যাবে না। পুরো বিষয়টি রেকর্ডিং করা হবে। দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে।
বান্ধবী বা স্ত্রীকে নিয়ে রাস্তায় বেরনো যাবে৷ কিন্তু জড়িয়ে না ধরা ভালো। চুম্বন নৈব নৈব চ। প্রকাশ্য চুম্বন কাতারে অপরাধ। আছে আরে কিছু নিয়ম৷ কোনো মহিলার দিকে আগে থেকে করমর্দনের জন্য হাত না বাড়ানোই শ্রেয়। পুরুষরা পুরুষদের করমর্দন করার সময় উঠে দাঁড়াতে পারেন। সব মিলিয়ে, নিয়মের গেরোয় আটকা পরতে চলেছেন সমর্থকেরা।