বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগকে খারিজ করলেন পরিচালক আশিকুর রহমান। এর আগে শাকিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন 'অপারেশন অগ্নিপথ' ছবির প্রযোজক রহমত উল্লাহ। সাত বছর আগে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং করতে গিয়ে অস্ট্রেলিয়ায় কী করেছিলেন শাকিব, তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ছবির পরিচালক আশিকুর।
তিনি জানান, ২০১৮ সালে তিনি, রবিউল রবি ও শাকিবের আইনজীবী কোগরা পুলিশ স্টেশনে গিয়েছিলেন ঘটনার পরিপ্রেক্ষিত জানার জন্য। নায়কের আইনজীবী পুলিশের সঙ্গে কাগজপত্র নিয়ে আলাদা একটি ঘরে বসেন। প্রায় এক ঘণ্টা আলোচনার পর তদন্তকারী কর্মকর্তারা জানান, নায়কের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতার প্রমাণ তাঁরা পাননি।