থাইল্যান্ডে চলন্ত বাসে আগুন। মঙ্গলবারের এই ঘটনায় জীবন্ত দগ্ধ অবস্থায় কমপক্ষে ২৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে সরকারি ভাবে জানানো হয়েছে। নিহতদের প্রত্যেকের বয়স ১৩ থেকে ১৪ বছর বলে জানা গিয়েছে। ঘটনায় আহত আরও ১৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানী ব্যাঙ্কক থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে বারোটা নাগাদ এই ঘটনা ঘটে। সেইসময় উথাই প্রদেশ থেকে পড়ুয়াদের নিয়ে এই বাস আয়ুথায়ার দিকে যাচ্ছিল। বাসে পড়ুয়া ও মাস্টারমশাই মিলিয়ে মোট ৪৪ জন যাত্রী ছিল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূলত কিছু পড়ুয়াদের নিয়ে কয়েকটি দর্শনীয় স্থানে যাবে বলে রওনা দিয়েছিল এই বাস।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের একটি টায়ার ফেটে বিপত্তি হয়। সেখান থেকে গোটা বাসে আগুন লেগে যায়। দমকল আসার আগেই জীবন্ত দগ্ধ হয়ে ২৫ পড়ুয়ার মৃত্যু হয়েছে। থাই পরিবহণমন্ত্রক জানিয়েছে, এই ঘটনার পর পালিয়ে যান বাসের চালক। বাসে কোনও ক্রটি ছিল কীনা, তা খতিয়ে দেখা হচ্ছে।