দুবাইয়ে ভয়াবহ অগ্নিকান্ড। বুর্জ খলিফার কাছের এক ৩৫ তলা বিল্ডিংয়ে আগুন লেগে যায় বলে খবর। দ্রুত সেই আগুন গ্রাস করে নেয় বিল্ডিংয়ের একাংশ। প্রাণহানির কোনও খবর না থাকলেও সেই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না।
জানা যায়, বহুতল থেকে বের হওয়া কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। বহুতলের চারপাশের আবাসনেও আতঙ্ক ছড়িয়ে পড়্রে। দ্রুত দমকল বাহিনী এসে আগুন নেভানোর কাজে ঝাঁপায়। তবে এখনও স্থানীয় প্রশাসনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি বলেই খবর।
আরও পড়ুন- UK man covid negative after 411 days: টানা ৪১১ দিন ধরে আক্রান্ত! অবশেষে করোনামুক্ত ব্রিটেনের প্রৌঢ়
উল্লেখ্য, ২০১৫ সালেও দুবাইয়ের এক জনপ্রিয় হোটেলে আগুন লাগে। গগনচুম্বি সেই হোটেলের আগুন নেভাতে কালঘাম ছুটেছিল দমকল কর্মীদের। বারবার আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে বহুতলগুলির নিরাপত্তা ব্যবস্থা।