মাথায় একফোঁটা চুল নেই। টাক। সেই কারণেই চাকরি হারিয়েছিলেন ৬১ বছরের এক সেলস ডিরেক্টর। সংস্থার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতে ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন মার্ক জোনস নামে সেই কর্মচারী। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিডস শহরে।
সংস্থার বস জানিয়েছিলেন, ৫০ বছরের বেশি, আবার মাথায় চুল নেই,এমন লোক সংস্থায় থাকুন, তিনি চান না। চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন ব্যক্তি।সংস্থার এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মার্ক জোনস।
আরও পড়ুন - ধ্বংসস্তূপে পরিণত তুরস্ক ও সিরিয়া, বেড়েই চলেছে মৃতের সংখ্যা
ট্যাঙ্গো নেটওয়ার্ক মোবাইল ফোন ফার্ম মার্ক জোনসকেচাকরি ছেড়ে দেয় বলে অভিযোগ। ২০২২ সালের মার্চে তিনি ইস্তফা দিয়েও দেন। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।