মাঙ্কিপক্স (Monkeypox) সংক্রমণে এবার ব্রাজিলে এক ব্যক্তির মৃত্যু হল। মাঙ্কিপক্সে এতদিন শুধু আফ্রিকাতেই মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই প্রথম আফ্রিকার বাইরে কোনও দেশে এই রোগে মৃত্যুর ঘটনা ঘটল। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। এদিকে ভারতে কেরল ও দিল্লির পরে হিমাচল প্রদেশে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ মিলেছে।
চলতি বছরে গত দুই মাসে ৭৮টি দেশে ১৮ হাজার মাঙ্কিপক্সে সংক্রমিতের হদিশ মিলেছে। এবার সেই আতঙ্ক আরও বাড়িয়ে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সে মৃতের সন্ধান মিলল। ব্রাজিলের (Brazil) ৪১ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে মাঙ্কিপক্সে ভুগে।
Arpita Mukherjee:পার্থর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অর্পিতার, পাঠাতেন খাবার, জানালেন গাড়ির চালক
এদিকে ভারতে এখনও পর্যন্ত কেরলের তিন জন ও দিল্লির একজনের শরীরে মাঙ্কিপক্সের সন্ধান মেলার পরে এবার হিমাচলে ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ পাওয়া গেল। তাঁর নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। তাঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। সম্প্রতি তিনি অন্য কোনও রাজ্যে বেড়াতে যাননি বলে জানা গিয়েছে। তাঁর শরীরে জ্বর ও গায়ে ফুসকুড়ি দেখা গিয়েছে। সম্প্রতি তিনি যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।